Lyrics

আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে আমার দিন ফুরালো গহন মেঘের নিবিড় ধারার মাঝে আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে আমার দিন ফুরালো বনের ছায়ায় জলছলছল সুরে হৃদয় আমার কানায় কানায় পূরে খনে খনে ওই গুরুগুরু তালে তালে গগনে গগনে গভীর মৃদঙ বাজে আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে আমার দিন ফুরালো কোন দূরের মানুষ যেন এল আজ কাছে তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে কোন দূরের মানুষ যেন এল আজ কাছে তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে বুকে দোলে তার বিরহব্যথার মালা গোপন-মিলন অমৃতগন্ধ ঢালা মনে হয় তার চরণের ধ্বনি জানি হার মানি তার অজানা জনের সাজে আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে আমার দিন ফুরালো
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out