Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Kumar Bishwajit
Performer
Ashok Paul
Performer
COMPOSITION & LYRICS
Ashok Paul
Composer
Sunny Chaki
Composer
Prosenjit Ojha
Songwriter
Lyrics
মেঘ বলেছিল বৃষ্টিকে
আমি রাখবো তোমাকে বুকে
যত ঝড় হোক কখনো তোমাকে
দেবো না যেতে ঝরে
মেঘ বলেছিল বৃষ্টিকে
"আমি রাখবো তোমাকে বুকে
যত ঝড় হোক কখনো তোমাকে
দেবো না যেতে ঝরে"
আসলো আষাঢ় মাস, হলো সর্বনাশ
মেঘ জানে না কখন বৃষ্টি ঝরেছে আপন সুরে
বলো ভালোবাসা দিয়ে নিয়মকে
আমি বাঁধবো কেমন করে
বলো ভালোবাসা দিয়ে নিয়মকে
আমি বাঁধবো কেমন করে
ফুল বলেছিলো ভ্রমরকে
"আমি থাকবো তোমার সাথে"
দিন না যেতেই ঝরে গেছে
সকালের ফুল রাতে
ফুল বলেছিলো ভ্রমরকে
"আমি থাকবো তোমার সাথে"
দিন না যেতেই ঝরে গেছে
সকালের ফুল রাতে
আসলো আষাঢ় মাস, হলো সর্বনাশ
মেঘ জানে না কখন বৃষ্টি ঝরেছে আপন সুরে
বলো ভালোবাসা দিয়ে নিয়মকে
আমি বাঁধবো কেমন করে
বলো ভালোবাসা দিয়ে নিয়মকে
আমি বাঁধবো কেমন করে
মিথ্যে তোমায় দোষী ভেবে
আমি ভাবিনি জীবন ফাঁকি
বিশ্বাস ভাঙে, পাতা ঝরে যায়
নীড় ভাঙে-গড়ে পাখি
মিথ্যে তোমায় দোষী ভেবে
আমি ভাবিনি জীবন ফাঁকি
বিশ্বাস ভাঙে, পাতা ঝরে যায়
নীড় ভাঙে-গড়ে পাখি
আসলো আষাঢ় মাস, হলো সর্বনাশ
মেঘ জানে না কখন বৃষ্টি ঝরেছে আপন সুরে
বলো ভালোবাসা দিয়ে নিয়মকে
আমি বাঁধবো কেমন করে
বলো ভালোবাসা দিয়ে নিয়মকে
আমি বাঁধবো কেমন করে
মেঘ বলেছিল বৃষ্টিকে
আমি রাখবো তোমাকে বুকে
Written by: Ashok Paul, Prosenjit Ojha, Sunny Chaki