Credits
PERFORMING ARTISTS
Kishore Kumar
Performer
COMPOSITION & LYRICS
Gauri Prasanna Mazumder
Songwriter
Lyrics
চলো যাই, চলো যাই
চলো যাই চলে যাই দূর বহুদূর
গায়ে মেখে জরি বোনা সোনা রোদ্দুর
চলো যাই চলে যাই দূর বহুদূর
গায়ে মেখে জরি বোনা সোনা রোদ্দুর
চলো যাই চলে যাই দূর বহুদূর
বেদুঈন মনটা যেন মানে না কোনোই বারণ
কেন আজ এত খুশি, নেই তার কোনোই কারণ
বেদুঈন মনটা যেন মানে না কোনোই বারণ
কেন আজ এত খুশি, নেই তার কোনোই কারণ
বাউল ওই বাতাস যে তার একতারাতে ধরেছে সুর
বাউল ওই বাতাস যে তার একতারাতে ধরেছে সুর
চলো যাই চলে যাই দূর বহুদূর
গায়ে মেখে জরি বোনা সোনা রোদ্দুর
চলো যাই চলে যাই দূর বহুদূর
বুনোহাঁস আকাশ নীলে উড়ে যায় পাখা মেলে
ক্ষতি কি ওদের মতোই দু'জনেই হারিয়ে গেলে
বুনোহাঁস আকাশ নীলে উড়ে যায় পাখা মেলে
ক্ষতি কি ওদের মতোই দু'জনেই হারিয়ে গেলে
শিশিরে ছড়িয়ে আছে সবুজ ঘাসে লাখ কোহিনূর
শিশিরে ছড়িয়ে আছে সবুজ ঘাসে লাখ কোহিনূর
চলো যাই চলো যাই দূর বহুদূর
গায়ে মেখে জরি বোনা সোনা রোদ্দুর
চলো যাই চলে যাই
চলো যাই চলে যাই
চলো যাই চলে যাই
চলো যাই চলে যাই
চলো যাই চলে যাই
চলো যাই চলে যাই
চলো যাই চলে যাই
চলো যাই চলে যাই
চলো যাই চলে যাই
চলো যাই চলে যাই
Written by: Gauri Prasanna Mazumder