Credits

PERFORMING ARTISTS
Kishore Kumar
Kishore Kumar
Performer
COMPOSITION & LYRICS
Shibdas Banerjee
Shibdas Banerjee
Songwriter

Lyrics

এক কাপ চা মুখে তুলতেই
মনে পড়ে যায়
এক কাপ চা মুখে তুলতেই
মনে পড়ে যায়
দরজার পাশে দাঁড়াতে এসে
ভীরু লজ্জায়
চোখে মুখে হাসি অল্প
কবেকার সেই গল্প
মনে পড়ে যায় হায়
এক কাপ চা মুখে তুলতেই
মনে পড়ে যায়
দরজার পাশে দাঁড়াতে এসে
ভীরু লজ্জায়
বাজে কনকন, বাজে কিনিকিনি
চোখ বুজে তা আজও যেন শুনি
তুমি হাসতে, হেসে বলতে
"চায়েতে দেবো ক' চামচ চিনি?"
চোখে মুখে হাসি অল্প
কবেকার সেই গল্প
মনে পড়ে যায় হায়
এক কাপ চা মুখে তুলতেই
মনে পড়ে যায়
দরজার পাশে দাঁড়াতে এসে
ভীরু লজ্জায়
এলোমেলো চুল মুখের উপর
হাতে খোলা বই, তারাশঙ্কর
মুখের হাসিতে ছড়িয়ে দিতে
সুরের সুরভি, রবিশঙ্কর
চোখে মুখে হাসি অল্প
কবেকার সেই গল্প
মনে পড়ে যায় হায়
এক কাপ চা মুখে তুলতেই
মনে পড়ে যায়
দরজার পাশে দাঁড়াতে এসে
ভীরু লজ্জায়
এক কাপ চা
এক কাপ চা
এক কাপ চা
Written by: Amit Kumar, Shibdas Banerjee
instagramSharePathic_arrow_out

Loading...