Lyrics

কী আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে কী আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালুচরে কী আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে হায় গো হৃদয় তবুও তোমার আশা কেন যায় না যতটুকু চায় কিছু তার পায় না কিছু তার পায় না কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালুচরে কী আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে প্রতিদিনই ওঠে নতুন সূর্য প্রতিদিনই আসে ভোর ওঠে না সূর্য, আসে না সকাল জীবন আঁধারে মোর জীবন আঁধারে মোর পৃথিবী আমারে দিল যে ফিরায়ে সে যেন ডাকিয়া কয় নাহি হেথা ঠাঁই আমি তো কেহ নই ক্লান্ত চরণ আকূল আঁধারে পথ শুধু খুঁজে মরে বেদনার বালুচরে কী আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে
Writer(s): Indraadip Dasgupta, Gauriprasanna Mazumder Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out