Credits
PERFORMING ARTISTS
Rupam Islam
Performer
COMPOSITION & LYRICS
Rupam Islam
Songwriter
Lyrics
অ্যাডভেঞ্চার
দামাল ছেলে আমল পেলে শান্ত হবে
ভরসা রেখো পারলে শিখো ঝড়ের ভাষা
জীবন ধাঁধা নিয়ম বাঁধা সতর্কতা
না হয় একটু ভুলতে পারো ঘরের ভাষা
রুটিন রোজই প্রস্তুতিতে বাঁধতে চাইছে
অষ্টপ্রহর শাসন ভাষণ, ক্লান্ত মনটা
এ সত্ত্বা সব দেহেই আছে, খুঁজলে পাবে
কান না দেওয়ায় ম্লান হয়ে যায় ছুটির ঘন্টা
দিন থাকতেই টাটকা রোদের মর্ম বুঝে
দাঁত থাকতেই মাংস খেয়ো কামড়ে চুষে
দেখছি হচ্ছ গয়ংগচ্ছ শেকড়tবাগীশ
ব্যারাম ক্রমেই হারাম হচ্ছে আরাম পুষে
তোমার যুবক মনকে তাতাও, সন্ধান হোক
সংসার আর অ্যাডভেঞ্চার, দুই রহস্য
ঘরের ভেতর দুদিক খোলা জানলা বসাও
অন্তত 'আজ উড়ব' ভাবুক মাতৃপোষ্য
আমার মতে স্বাধীনতাই ঘরে ফেরায়
সবার জন্য স্বেচ্ছাচারের প্রহর থাকে
বাউন্ডুলে ঘুম পেলে ঠিক ফিরবে ভোরে
প্রকৃতি রাত-জাগরণের হিসেব রাখে
তোমার তো ছাই বিছানাতেও ঘুম আসে না
বরং ছদ্মবেশেই এখন বেরিয়ে পড়ো
রাতের অবুঝ অন্ধকারে ডুবিয়ে আলো
যাত্রাপথের অনন্যতা পরখ করো
রাত থাকতেই টাটকা চাঁদের মর্ম বুঝে
দাঁত থাকতেই মাংস খেও কামড়ে ছিঁড়ে
মস্তি নাচুক স্বস্তিবাচক ম্যুলারুজে
আসল অহং যাচাই হবে লোকের ভিড়ে
তোমার যুবক মনকে তাতাও, সন্ধান হোক
সংসার আর অ্যাডভেঞ্চার, দুই রহস্য
ঘরের ভেতর দুদিক খোলা জানলা বসাও
অন্তত 'আজ উড়ব' ভাবুক মাতৃপোষ্য
মনকে ঝাঁকাও, অ্যাগ্রেসিভলি বুঝিয়ে বলো
কদ্দিন আর সব্জিকুমার দুগ্ধপোষ্য?
দেওয়াল তোলায় এবং ভোলায় বিরাজ করুক
সংসার আর অ্যাডভেঞ্চার, সামঞ্জস্য
সংসার আর অ্যাডভেঞ্চার, দুই রহস্য
সংসার আর অ্যাডভেঞ্চার
Written by: Rupam Islam