Credits

PERFORMING ARTISTS
Subir Nondi
Subir Nondi
Performer
COMPOSITION & LYRICS
Abdur Rashid Shukulla
Abdur Rashid Shukulla
Composer
Amitav Das Himun
Amitav Das Himun
Songwriter

Lyrics

প্রতিশ্রুতির আংটির মতো ভালোবাসা কেন ফেরত নিলে না?
প্রতিশ্রুতির আংটির মতো ভালোবাসা কেন ফেরত নিলে না?
তাহলে হৃদয় নতুন করে
ভালোবেসে সুখী হতো
প্রতিশ্রুতির আংটির মতো ভালোবাসা কেন ফেরত নিলে না?
শেষ চিঠিতে লিখেছিলে, "ভুলে যেয়ো"
"সুন্দর কোনও মনের ছোঁয়ায় জীবন সাজিও নিয়ো"
শেষ চিঠিতে লিখেছিলে, "ভুলে যেও"
"সুন্দর কোনও মনের ছোঁয়ায় জীবন সাজিও নিয়ো"
কী আগুন জ্বেলে মুখ ফেরালে
একবারও ভাবোনি তো
প্রতিশ্রুতির আংটির মতো ভালোবাসা কেন ফেরত নিলে না?
কোনও অভিযোগ করিনি তো কোনওদিন
যন্ত্রণা সয়ে নীরবে শুধেছি তোমার প্রেমের ঋণ
কোনও অভিযোগ করিনি তো কোনওদিন
যন্ত্রণা সয়ে নীরবে শুধেছি তোমার প্রেমের ঋণ
স্মৃতি হয়ে তবু ভালোবাসা কাঁদে
হয়নি তো পরাজিত
প্রতিশ্রুতির আংটির মতো ভালোবাসা কেন ফেরত নিলে না?
তাহলে হৃদয় নতুন করে
ভালোবেসে সুখী হতো
প্রতিশ্রুতির আংটির মতো ভালোবাসা কেন ফেরত নিলে না?
প্রতিশ্রুতির আংটির মতো ভালোবাসা কেন ফেরত নিলে না?
Written by: Abdur Rashid Shukulla, Amitav Das Himun
instagramSharePathic_arrow_out

Loading...