Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Sidhu
Sidhu
Performer
COMPOSITION & LYRICS
Hemanta
Hemanta
Composer

Lyrics

কত পথ ধরে একসাথে হাঁটলে বন্ধু হওয়া যায় কত পথ ধরে একসাথে চললে হৃদয় পাওয়া যায় কত পথ ধরে একসাথে হাঁটলে বন্ধু হওয়া যায় কত পথ ধরে একসাথে চললে হৃদয় পাওয়া যায় কত পথ ধরে একসাথে হাঁটলে বন্ধু হওয়া যায় কত পথ ধরে একসাথে চললে হৃদয় পাওয়া যায় মনের মাঝে আরেক মন এক দ্বন্দ্ব চলে সারাক্ষণ ভালোবাসা কোনো বাধা বোঝে না আমার এই শূন্য মন তোমাকে বন্ধু প্রয়োজন তুমি আসবে কি আমার ডাক শুনে কত পথ ধরে একসাথে হাঁটলে বন্ধু হওয়া যায় কত পথ ধরে একসাথে চললে হৃদয় পাওয়া যায় আমার অজানা লাগে আজ মনের অলিগলি অচেনা লাগে চেনা মুখ আর ফাল্গুন বিকেলে হঠাৎ সে ঝোড়ো হাওয়া আবেগে ভরলো এই বুক ভালো লাগে কাছে আসতে ভালো লাগে ভালোবাসতে তুমি তোমার মতন থেকে যাও সারাক্ষণ আমি বলতে পারি কি তোমাকে আমার এই শূন্য মন তোমাকে বন্ধু প্রয়োজন তুমি আসবে কি আমার ডাক শুনে তুমি তোমার মতন থেকে যাও সারাক্ষণ আমি বলতে পারি কি তোমাকে আমার এই শূন্য মন তোমাকে বন্ধু প্রয়োজন তুমি আসবে কি আমার গান শুনে ঘরের মাঝে ঘর কে আপন কে বা পর জানানো যাবে না রাত কেন বড় হয় পায়চারি দিনভর উজান যাবে না মনে মনে এ হৃদয় রয়ে যাবে শুধু তোমারই তোমাকে ভুলে কি থাকা যায় আমার এই শূন্য মন তোমাকে বন্ধু প্রয়োজন তুমি আসবে কি আমার গান শুনে মনের মাঝে আরেক মন এক দ্বন্দ্ব চলে সারাক্ষণ ভালোবাসা কোনো বাধা বোঝে না আমার এই শূন্য মন তোমাকে বন্ধু প্রয়োজন তুমি আসবে কি আমার ডাক শুনে তুমি তোমার মতন থেকে যাও সারাক্ষণ আমি বলতে পারি কি তোমাকে আমার এই শূন্য মন তোমাকে বন্ধু প্রয়োজন তুমি আসবে কি আমার ডাক শুনে
Writer(s): Hemanta Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out