Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Arnab Dutta
Arnab Dutta
Lead Vocals
COMPOSITION & LYRICS
Arnab Dutta
Arnab Dutta
Songwriter

Lyrics

টাপুর টুপুর বৃষ্টি নূপুর জলছবিরই গায়
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায় রে মেঠো সুরের ছায়
রংবেরং এর বেলোয়ারি সাতরঙা রংমুখ
তোর মুখেতেই লুকিয়ে আছে
জীবন ভরের সুখ রে জীবন ভরের সুখ।
যখন শিমুল পলাশ ঝড়বে পথে
দুলবে হাওয়া বুকে
থাকব দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে
শিমুল পলাশ ঝড়বে পথে
দুলবে হাওয়া বুকে
থাকব দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে
গাইব তরী দৃষ্টিপানে এক সুরেরই গান
টাপুর টুপুর বৃষ্টি নূপুর জলছবিরই গায়
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায় রে মেঠো সুরের ছায়
খর বায়ুর সাথে ভেসে ছাই মেঘেরই বুকে
ফিরব মোরা মনের ঘাটে সন্ধে নামার মুখে
খর বায়ুর সাথে ভেসে ছাই মেঘেরই বুকে
ফিরব মোরা মনের ঘাটে সন্ধে নামার মুখে
বলি ও রজনী...
বলি ও রজনী...
তোর হাতে যে পিয়ার আঁখি কান
টাপুর টুপুর বৃষ্টি নূপুর জলছবিরই গায়
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায় রে মেঠো সুরের ছায়
কেমন করে এমন হল
যা হত না আগে
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক নদী জাগে
কেমন করে এমন হল
যা হত না আগে
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক নদী জাগে
বলি ও সজনী...
বলি ও সজনী...
তোর হাতে যে আমার জীবনটাই
টাপুর টুপুর বৃষ্টি নূপুর জলছবিরই গায়
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায় রে মেঠো সুরের ছায়।
Written by: Arnab Dutta
instagramSharePathic_arrow_out

Loading...