Credits
PERFORMING ARTISTS
Kamu Mukherjee
Performer
Jahor Roy
Performer
COMPOSITION & LYRICS
Satyajit Ray
Songwriter
Lyrics
আছো হেথা যত আমির-ওমরা
গাইছো না কেন?
আছো হেথা যত আমির-ওমরা
আর যত ব্যাটা হোমরা-চোমরা
আর যত হু-হু হোমরা-চোমরা
আছো হেথা যত আমির-ওমরা
আর যত ব্যাটা হোমরা-চোমরা
বার্তা ভীষণ শোনো হে তোমরা
শোনো হে, শোনো হে, শোনো হে, তোমরা
হাল্লা চলেছে যুদ্ধে
হা-হা হাল্লা চলেছে যুদ্ধে
কও, হাল্লা চলেছে যুদ্ধে
হা-হা হাল্লা চলেছে যুদ্ধে
হা, হাল্লা, হাল্লা, হাল্লা, হাল্লা
হাল্লা, হাল্লা, হাল্লা, হাল্লা
হাল্লা, হাল্লা, হাল্লা, হাল্লা
হাল্লা, হাল্লা, হাল্লা, হাল্লা
শুন্ডির দেবো পিন্ডি চটকে
শুন্ডির দিও পিন্ডি চটকে
শত্রু নাশিবো স্কন্ধ মটকে
শত্রু নাশিও স্কন্ধ মটকে
নিস্তারও নাহি কাহারো সটকে
নিস্তারও নাহি আমার সটকে
হাল্লা চলেছে যুদ্ধে
হা-হা হাল্লা চলেছে যুদ্ধে
হা-হা যুদ্ধে, যুদ্ধে, যুদ্ধে, যুদ্ধে
যুদ্ধে, যুদ্ধে, যুদ্ধে...
Written by: Satyajit Ray