Music Video

Aamay Nahe Go Bhalobaso Mor Gaan With Narration
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Firoza Begum
Firoza Begum
Performer
Satinath Mukherjee
Satinath Mukherjee
Performer
COMPOSITION & LYRICS
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
Songwriter

Lyrics

আমায় নহে গো ভালবাস শুধু ভালবাস মোর গান আমায় নহে গো ভালবাস শুধু ভালবাস মোর গান বনের পাখিরে কে চিনে রাখে বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান ভালবাস মোর গান চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে চাঁদেরে কে চায়, কে চায়, কে চায় চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে তুমি বুঝিবে না, বুঝিবে না, বুঝিবে না তুমি বুঝিবে না, বুঝিবে না আলো দিতে কত পোড়ে কত প্রদীপের প্রাণ ভালবাস মোর গান যে কাঁটা-লতার আঁখিজল, হায় ফুল হয়ে ওঠে ফুটে ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু শূন্য পত্র-পুটে ফুল হয়ে ওঠে ফুটে সবাই তৃষ্ণা মিটায় নদীর জলে কী তৃষা জাগে সে নদীর হিয়া-তলে বেদনার মহাসাগরের কাছে কর কর সন্ধান ভালবাস মোর গান আমায় নহে গো ভালবাস শুধু ভালবাস মোর গান
Writer(s): Sailesh Duttagupta, Kazi Nazrul Islam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out