Credits

PERFORMING ARTISTS
Suchitra Mitra
Suchitra Mitra
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Songwriter

Lyrics

আজি গোধূলিলগনে এই বাদলগগনে
তার চরণধ্বনি আমি হৃদয়ে গণি
"সে আসিবে," আমার মন বলে সারাবেলা
অকারণ পুলকে আঁখি ভাসে জলে
আজি গোধূলিলগনে...
অধীর পবনে তার উত্তরীয়
দূরের পরশন দিল কি ও
রজনীগন্ধার পরিমলে
"সে আসিবে," আমার মন বলে
উতলা হয়েছে মালতীর লতা
ফুরালো না তাহার মনের কথা
বনে বনে আজি একি কানাকানি
কিসের বারতা ওরা পেয়েছে না জানি
কাঁপন লাগে দিগঙ্গনার বুকের আঁচলে
"সে আসিবে," আমার মন বলে
আজি গোধূলিলগনে...
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...