Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Prasen
Performer
Sahana Bajpaie
Performer
COMPOSITION & LYRICS
Prasen
Composer
Dipangshu Acharya
Songwriter
Lyrics
আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে
জীবন কথা বলে, সবাই চুপ
আমার হাঁটু জলে, স্মৃতিরা ভেসে চলে
জীবন কথা বলে, সবাই চুপ
আমার কাঁধে রাখা, চিবুক মেঘে ঢাকা
এ মায়া কার আঁকা, কি অপরূপ
সে খুব ভবঘুরে, সাজায় বহুদুরে
আলেয়া জুড়ে জুড়ে, আলোর স্তূপ
আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে
জীবন কথা বলে, বাকিরা চুপ
যামিনী হলো যেই, কারোর দেখা নেই
এতো শীতল এই শ্বেত পাথর
যামিনী হলো যেই, কারোর দেখা নেই
এতো শীতল এই শ্বেত পাথর
বাতিল নীপবনে, কে কার কথা শোনে
তোমায় মনে মনে পাঠাই ভোর
ঘুমের শিরা কেটে, বানানো সিলুয়েটে
নীরবে যায় হেঁটে জোনাকি চোর
যামিনী হলো যেই, কারোর দেখা নেই
এতো শীতল এই শ্বেত পাথর
আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে
জীবন কথা বলে, সবাই চুপ
আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে
জীবন কথা বলে, সমায় চুপ
Written by: Dipangshu Acharya, Prasen