Credits
PERFORMING ARTISTS
Anupam Roy
Performer
Tushar Debnath
Lead Vocals
COMPOSITION & LYRICS
Anupam Roy
Songwriter
Lyrics
তোমার জন্মদিনে গোপন খামের ভিড়ে
আমিও গাইবো গান
তোমার ফুলের টবে নানান রঙের রোদে
আমিও করবো স্নান
সুরেলা পিয়ানো থেকে উঠে
ছুটে আসা রোদেলা দুপুরে
মাথাচাড়া দিয়ে ওঠে আবেগ
সমুদ্র তীরে ফেলে ছুঁড়ে
কোনো আশা নেই জেনেও
আমিও ক্রমশ সরু হতে থাকি
ছায়াদের মতো
তোমার জন্মদিনে গোপন খামের ভিড়ে
আমিও গাইবো গান
হওয়াতে ভেসে বেড়ানো মানুষ
তোমাকে ফুলের তোড়া দিয়ে
এরা কেউ খোঁজ রাখবে না
ঘুরি আমি কত চিঠি নিয়ে
কোনো আশা নেই জেনেও
আমিও ক্রমশ ফিকে হয়ে আসি
শীতের বিকেলে
তোমার জন্মদিনে গোপন খামের ভিড়ে
আমিও গাইবো গান
তোমার ফুলের টবে নানান রঙের রোদে
আমিও করবো স্নান
Written by: Anupam Roy

