Credits
PERFORMING ARTISTS
Tahsan
Performer
Imran
Performer
COMPOSITION & LYRICS
Imran
Composer
Robiul Islam Jibon
Songwriter
Lyrics
ও ও ও
স্বপ্নের বালুকায় কেউ কি পা লুকায়
যদি না আসে ভেজা দিন
ইচ্ছের হিমালয় হয় না কভু ক্ষয়
হৃদয়ে থাকে অমলিন
কিছু স্বপ্ন, কিছু ইচ্ছে
এই আমায় টেনে নিচ্ছে
তোমার কাছে বারে বার
কেউ না জানুক আমি তো জানি আমি তোমার
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার
কেউ না জানুক আমি তো জানি আমি তোমার
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার
ও ও ও
সব লেনাদেনা হয় না কভু শেষ
আজীবন কিছু কিছুর থেকে যায় রেশ
সব লেনাদেনা হয় না কভু শেষ
আজীবন কিছু কিছুর থেকে যায় রেশ
ভালোবাসা ফুরায় না
প্রেম কভু হারায় না
অনুভবে থাকে যার যার
কেউ না জানুক আমি তো জানি আমি তোমার
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার
কেউ না জানুক আমি তো জানি আমি তোমার
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার
সব জানাশোনার লাগে না পরিচয়
দূরে থেকে কারো, কারো ছায়া কথা কয়
সব জানাশোনার লাগে না পরিচয়
দূরে থেকে কারো, কারো ছায়া কথা কয়
ভালোবাসা ফুরায় না
প্রেম কভু হারায় না
অনুভবে থাকে যার যার
কেউ না জানুক আমি তো জানি আমি তোমার
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার
কেউ না জানুক আমি তো জানি আমি তোমার
কেউ না জানুক তুমি তো জানি আমি তোমার
আ হা আহা আ
Written by: Imran, Robiul Islam Jibon