Credits
PERFORMING ARTISTS
Shawon Gaanwala
Performer
Ananya Acharjee
Performer
COMPOSITION & LYRICS
Aamzad Hossain
Composer
Robiul Islam Jibon
Songwriter
Lyrics
প্রশ্নের আড়ালে থেকে যায় কত প্রশ্ন
স্বপ্নের আড়ালে ঢেকে যায় কত স্বপ্ন
প্রশ্নের আড়ালে থেকে যায় কত প্রশ্ন
স্বপ্নের আড়ালে ঢেকে যায় কত স্বপ্ন
কিছু প্রশ্ন, কিছু স্বপ্ন
আজীবন ফেরি করে মন
ভাবনার ওপারে
থাকে সবারই কেউ একজন
ভাবনার ওপারে
থাকে সবারই কেউ একজন
এক জীবনের অনেক হিসেব রয়ে যায় বাকি
তবুও মানুষ দূর আকাশে খুঁজে সুখপাখি
কিছু কথা, কিছু ব্যথা
স্মৃতিতে থাকে আমরণ
ভাবনার ওপারে
থাকে সবারই কেউ একজন
ভাবনার ওপারে
থাকে সবারই কেউ একজন
এক হৃদয়ের সকল চাওয়া হয় না তো পূরণ
আলো-আঁধারের গল্পে মোড়া সারাটা ভুবন
কিছু কথা, কিছু ব্যথা
স্মৃতিতে থাকে আমরণ
ভাবনার ওপারে
থাকে সবারই কেউ একজন
ভাবনার ওপারে
থাকে সবারই কেউ একজন
ভাবনার ওপারে
থাকে সবারই কেউ একজন
ভাবনার ওপারে
থাকে সবারই কেউ একজন
Written by: Aamzad Hossain, Robiul Islam Jibon