Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Surajeet Chatterjee
Surajeet Chatterjee
Performer
COMPOSITION & LYRICS
Radha Raman
Radha Raman
Composer

Lyrics

শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়ো গিয়া... ভ্রমর কইয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়ো গিয়া কইয়ো কইয়ো কইয়ো রে ভ্রমর কৃষ্ণরে বুঝাইয়া মুই রাধা মইরা যাইমু কৃষ্ণহারা হইয়া রে ভ্রমর ভ্রমর রে আগে যদি জানতামরে ভ্রমর যাইবারে ছাড়িয়া মাথার কেশর দুইভাগ করি রে রাখিতাম বান্ধিয়া রে ভ্রমর কইয়ো গিয়া ভ্রমর রে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়ো গিয়া অঙ্গ যায় জ্বলিয়া ভ্রমর কইয়ো গিয়া
Writer(s): Radharaman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out