album cover
Khoka
6,985
Pop
Khoka was released on December 19, 2018 by Gaanchill Music as a part of the album Khoka - Single
album cover
Release DateDecember 19, 2018
LabelGaanchill Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM100

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Pritom Hasan
Pritom Hasan
Performer
Ferdouse Wahid
Ferdouse Wahid
Performer
COMPOSITION & LYRICS
Pritom Hasan
Pritom Hasan
Composer
Nuhash Humyun
Nuhash Humyun
Lyrics

Lyrics

না না না যাবো না না কোত্থাও যাবো না
আমি মরে গেলেও না, শোধ না হলে ঋণ
দামি ফোন আর দামি ঘড়ি
সবই তো দিলাম
তবু সময় দিলে না
কল দেওনা কোনোদিন
শুধু বলো, "ফোন দিয়োনা রাতে
আব্বু পাশে থাকে, ভাইয়া বারান্দাতে
কথা বলতে পারবো না"
আমার বন্ধু জানে সবই
কার সাথে খাও কফি
বলে দাও সত্যি এতো কি ভয়!
আমার মা বলেছিলো
"খোকা তুই প্রেম করিস না
ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না"
আমার মা বলেছিলো
"খোকা তুই প্রেম করিস না
ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না"
গোজামিল, গোজামিল
সারাটা জীবন যে পাইলা গোজামিল
তোমার এ সত্যিকার প্রেমের নামে
দিয়া দিছে বড় গোজামিল (নেও ঠেলা)
গোজামিল, গোজামিল
সারাটা জীবন যে পাইলা গোজামিল
তোমার এ সত্যিকার প্রেমের নামে
দিয়া দিছে বড় গোজামিল
জানি জীবনের থেকে ভালোবাসাটা কঠিন
তাই ভালোবেসে মরেছি তোমার হাতে প্রতিদিন
এখন বলো কি করছো?
কেমন আছো ?
নতুন ছেলেটা কে?
তোমার প্রিয় রং কি জানে?
সুর পারে আমার গানে?
না কি সে কোনো প্রিয় গানের মদতে
প্রথম প্রথম ভালো লাগে
পরে ফেলে রাখে
আমি ছিলাম যখন সাথে
ফোনটা উল্টো থাকে
উঁকি মারো মাঝে আমি কিছু বুঝিনা
আমার কানে আসে সবই
কার সাথে খাও কফি
বলে দাও সত্যি এতো কি ভয়
তাইতো মা বলেছিলো
"খোকা তুই প্রেম করিস না
ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না"
আমার মা বলেছিলো
" খোকা তুই প্রেম করিস না
ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না"
আমার মা বলেছিলো
" খোকা তুই প্রেম করিস না
ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না"
আমার মা বলেছিলো
" খোকা তুই প্রেম করিস না
ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না"
গোজামিল, গোজামিল
সারাটা জীবন যে পাইলা গোজামিল
(ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না)
গোজামিল, গোজামিল
সারাটা জীবন যে পাইলা গোজামিল
(ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না)
Written by: Nuhash Humyun, Pritom Hasan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...