album cover
Krishno
17,179
Pop
Krishno was released on April 9, 2020 by Ektaar Music as a part of the album Krishno
album cover
AlbumKrishno
Release DateApril 9, 2020
LabelEktaar Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM93

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Kaya
Kaya
Lead Vocals
COMPOSITION & LYRICS
Arkum Shai
Arkum Shai
Songwriter
PRODUCTION & ENGINEERING
Habib Wahid
Habib Wahid
Producer

Lyrics

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
ফুলে পাইলা ভ্রমরা
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
ফুলে পাইলা ভ্রমরা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
ফুলে পাইলা ভ্রমরা
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
ফুলে পাইলা ভ্রমরা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
সোয়া চন্দন ফুলের মালা
সখিগণে লইয়া আইলা
সোয়া চন্দন ফুলের মালা
সখিগণে লইয়া আইলা
কৃষ্ণয় দিলায় রাধার গলে
বাসর হইল উজালা
বাসর হইল উজালা গো
বাসর হইলো উজালা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
কৃষ্ণয় দিলায় রাধার গলে
রাধায় দিলা কৃষ্ণর গলে
কৃষ্ণয় দিলায় রাধার গলে
রাধায় দিলা কৃষ্ণর গলে
আনন্দে সখীগণ নাচে
দেখিয়া প্রেমের খেলা
দেখিয়া প্রেমের খেলা গো
দেখিয়া প্রেমের খেলা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা
নাচে গায় খেলে তারা
কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা
নাচে গায় খেলে তারা
কুল ও মানের ভয় রাখে না
ললিতা আর বিশখা
ললিতা আর বিশখায় গো
ললিতা আর বিশখা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
ফুলে পাইলা ভ্রমরা
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
ফুলে পাইলা ভ্রমরা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
Written by: Arkum Shai
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...