album cover
Bebak Bebagi
793
Worldwide
Bebak Bebagi was released on April 16, 2020 by Ektaar Music as a part of the album Chaina Bhabish
album cover
Release DateApril 16, 2020
LabelEktaar Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM111

Credits

PERFORMING ARTISTS
Arnob
Arnob
Lead Vocals
COMPOSITION & LYRICS
Arnob
Arnob
Composer
Sharon
Sharon
Songwriter

Lyrics

বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপরে চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
এসো রাতের শহর
এসো সূর্য নিভিয়ে দাও
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপরে চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপরে চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
জমা আছে সারাদিন, মাছি মারা রাত দিন
সভা-সমিতির কাজে হিসাব নিকাশ
চোখ বুজে পথ চলা, মেপে ঝেপে কথা বলা
মাঝে মাঝে কবিতায় খোঁজা নীলাকাশ
জমা আছে সারাদিন, মাছি মারা রাত দিন
সভা-সমিতির কাজে হিসাব নিকাশ
চোখ বুজে পথ চলা, মেপে ঝেপে কথা বলা
মাঝে মাঝে কবিতায় খোঁজা নীলাকাশ
ধ্যাত্তেরি! সব যাক
ধ্যাত্তেরি! ধুরর!
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপরে চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপরে চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
যাদের কথা বলার ছিলো সবার শেষে
প্রথমেই তারা কেন সুযোগটা পায়?
কেন তবে এত কথা বলা, guitar এর সুর তোলা
অকারণ বিদ্রোহ খাতার পাতায়?
যাদের কথা বলার ছিলো সবার শেষে
প্রথমেই তারা কেন সুযোগটা পায়?
কেন তবে এত কথা বলা, guitar এর সুর তোলা
অকারণ বিদ্রোহ খাতার পাতায়?
এসো রাতের শহর
এসো সূর্য নিভিয়ে দাও
এসো রাতের শহর
এসো সূর্য নিভিয়ে দাও (ধ্যাত্তেরি! ধুরর!)
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপরে চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপরে চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপরে চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
এসো রাতের শহর
এসো সূর্য নিভিয়ে দাও
এসো রাতের শহর
এসো সূর্য নিভিয়ে দাও
(এসো রাতের শহর)
(এসো সূর্য নিভিয়ে দাও)
Written by: Arnob, Sharon
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...