Lyrics

এমনি বরষা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল অলস বীন মনে কি পড়ে প্রিয়? এমনি বরষা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল অলস বীন মনে কি পড়ে প্রিয়? আমি শুধানু তোমায় বলো দেখি কোনদিন মোরে ভুলিবে কি আঁখিপাতে বারি দুলিবে কি আমার তরে প্রিয়? এমনি বরষা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল অলস বীন মনে কি পড়ে প্রিয়? মোর হাতখানি ধরে কহিলে, হায় মন দিয়ে মন ভোলা কি যায়? কাঁদিবে আকাশ মোর ব্যথায় বাদল ঝরে প্রিয় হায় তুমি নাই বলে মোর সাথে তাই কি বিরহ বরষাতে তুমি নাই বলে মোর সাথে তাই কি বিরহ বরষাতে এত বারি ধারা আজি রাতে অঝরে ঝরে প্রিয় এমনি বরষা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল অলস বীন মনে কি পড়ে প্রিয়?
Writer(s): Kamal Das Gupta, Pranab Roy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out