Lyrics

চুপ, খুব শান্ত দুপুর নেই কোলাহল হৃদয়ে চোখ আজ একা মোহনায় অপলক অকারণে চুপ, খুব শান্ত দুপুর নেই কোলাহল হৃদয়ে চোখ আজ একা মোহনায় অপলক অকারণে কেউ যখন মন খারাপে বৃষ্টির কারখানা বুনছে কেউ তখন আনমনে স্বপ্নের রাজধানী খুঁজছে খুঁজো না আমাকে অভিমানী ডাকে জেনো আমি ভেঙে গেছি পাথরের আঘাতে খুঁজো না আমাকে অভিমানী ডাকে জেনো আমি ভেঙে গেছি পাথরের আঘাতে ওই দূরে দেখো সন্ধ্যে নামছে বন্দরে ফিরে যাবে যত ক্লান্ত প্রেম আজ ঘরে বাতিঘরে যত আলো নিভে যাবে ফিরবে না জাহাজেরা সৈকতে ডাকবে না আর খবরের খোঁজ নেবে না যে কেউ যখন মন খারাপে বৃষ্টির কারখানা বুনছে কেউ তখন আনমনে স্বপ্নের রাজধানী খুঁজছে খুঁজো না আমাকে অভিমানী ডাকে জেনো আমি ভেঙে গেছি পাথরের আঘাতে খুঁজো না আমাকে অভিমানী ডাকে জেনো আমি ভেঙে গেছি পাথরের আঘাতে
Writer(s): Jayanta Roy, Rupak Tiary Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out