Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Mahadi
Performer
Elita Karim
Performer
Porshi
Performer
Mahtim Shakib
Performer
COMPOSITION & LYRICS
Mahtim Shakib
Songwriter
Asif Iqbal
Lyrics
Sajid Sarker
Composer
Lyrics
যেই ঝড় সব গুড়িয়ে দেয়
তচনচ করে চারপাশ
মানুষ মুছে দেয় চিহ্ন
আবার গড়া যে চিরয়ত অভ্যাস
হুমম যে ঝড় সব গুড়িয়ে দেয়
তচনচ করে চারপাশ
মানুষ মুছে দেয় চিহ্ন
আবার গড়া যে চিরয়ত অভ্যাস
ইচ্ছে আড়ালে লুকতে পারে
ভয় পরাভয় আলোক আঁধারে
আমরা সবাই তৈরি তো
জীবনের এ পারাপারে
যখন যুদ্ধে আছে
ছোট খাট পরাজয় আসবেই
গোপন সাহসে তবু টিকে থাকি
জানি বিজয়ের আশাতেই
যখন যুদ্ধে আছে
ছোট খাট পরাজয় আসবেই
গোপন সাহসে তবু টিকে থাকি
জানি বিজয়ের আশাতেই
যদি বিজয় আসে
ভাবি ধরে রাখতে পারব তো
এ কথা না ভেবেই সাগরে ঝাঁপ
দিচ্ছি কি নিজের মত
যদি বিজয় আসে
ভাবি ধরে রাখতে পারব তো
এ কথা না ভেবেই সাগরে ঝাঁপ
দিচ্ছি কি নিজের মত
যদি না ভাবি পরিণতি
পড়ে যাব অদ্ভুত অভিশাপে
একটা ভুলেই সারা জীবন
কেটে যাবে ভীষণ অনুতাপে
যখন যুদ্ধে আছে
ছোট খাট পরাজয় আসবেই
গোপন সাহসে তবু টিকে থাকি
জানি বিজয়ের আশাতেই
মন বলছে জানি
টিকে থাকার অনেক চাপ
বুঝি না ভালো মন্দ এত
বুঝি না, পাওয়া, না পাওয়া
মন বলছে জানি
টিকে থাকার অনেক চাপ
বুঝি না ভালো মন্দ এত
বুঝি না, পাওয়া, না পাওয়া
তবুও লেগে থাকতে হবে
কষ্ট হলেও যেটা সত্য
হাল না ছাড়া স্বভাবটা (স্বভাবে)
প্রতিদিন করি তাই রপ্ত
যখন যুদ্ধে আছে
ছোট খাট পরাজয় আসবেই
গোপন সাহসে তবু টিকে থাকি
জানি বিজয়ের আশাতেই
যখন যুদ্ধে আছে
ছোট খাট পরাজয় আসবেই
গোপন সাহসে তবু টিকে থাকি
জানি বিজয়ের আশাতেই
Written by: Asif Iqbal, Mahadi, Elita, Porshi & Mahtim Shakib, Sajid Sarker


