Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Gogon Sakib
Gogon Sakib
Performer
COMPOSITION & LYRICS
Gogon Sakib
Gogon Sakib
Songwriter
Ah Turjo
Ah Turjo
Composer

Lyrics

তোর style করা ছবিটার বায়না আজ রে কার Phone screen-এও হয় না দেখা তোর হাসিমুখ আর এই ভেজা বালিশটা আজ বলবে রে কথা আয়নাটাও দেবে বলে লুকোনো ব্যথা তোর style করা ছবিটার বায়না আজ রে কার Phone screen-এও হয় না দেখা তোর হাসিমুখ আর এই ভেজা বালিশটা আজ বলবে রে কথা আয়নাটাও দেবে বলে লুকোনো ব্যথা ঘুমিয়ে গেছে, বাবু ঘুমিয়ে গেছে সেই ঘুম আর কোনোদিনও ভাঙবে না রে ঘুমিয়ে গেছে, বাবু ঘুমিয়ে গেছে সেই ঘুম আর কোনোদিনও ভাঙবে না রে কে জানে, প্রেমিকাটা আজ কেমন আছে? সে কি আজও মুচকি হাসে? কে আজকে প্রেমিকাটার মায়াবী চোখের দিকে তাকিয়ে বলে "ভালোবাসি"? কেউ আর প্রেমিকাটাকে এক নজর দেখার জন্য video call-এর বায়না ধরবে না হয়তো নতুন কেউ আজ তাকে ওই লাল শাড়িটার ঘোমটা পরিয়ে দেয় কেউ প্রেমিকাটাকে জানিয়ে দিও এই বাবুটা তার পছন্দের যেই দামি গিফটগুলো কিনেছিল সেগুলো এখন সুন্দর করে shelf-এর উপর সাজানো আছে আর হ্যাঁ, এটাও জানিয়ে দিও বাবুটাকে আজকে আর ঘুম পাড়িয়ে দিতে হয়নি সে আজ একাই ঘুমিয়ে গেছে আর সেই ঘুম কোনোদিনও ভাঙবে না, কোনোদিনও না তোর call আজকে জানি আসবে রে সেই phone-টা আজ রে করবে receive কে? Scratch করা সেই সব minute card-গুলো কোনায় পড়ে আজকে হায়, জমে গেছে ধুলো তোর call আজকে জানি আসবে রে সেই phone-টা আজ রে করবে receive কে? Scratch করা সেই সব minute card-গুলো কোনায় পড়ে আজকে হায়, জমে গেছে ধুলো ঘুমিয়ে গেছে, বাবু ঘুমিয়ে গেছে সেই ঘুম আর কোনোদিনও ভাঙবে না রে ঘুমিয়ে গেছে, বাবু ঘুমিয়ে গেছে সেই ঘুম আর কোনোদিনও ভাঙবে না রে
Writer(s): Ah Turjo, Ahmed Sajeeb, Gogon Sakib, Riaz Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out