Credits

PERFORMING ARTISTS
Fakira
Fakira
Lead Vocals

Lyrics

আমি অপার হয়ে বসে আছি
আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
পাড়ে লয়ে যাও আমায়
আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
পাড়ে লয়ে যাও আমায়
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে
আমি তোমা বিনা ঘোর সংকটে
না দেখি উপায়
পাড়ে লয়ে যাও আমায়
পাড়ে লয়ে যাও আমায়
নাহি আমার ভজন-সাধন
চিরদিন কুপথে গমন
নাহি আমার ভজন-সাধন
চিরদিন কুপথে গমন
নাম শুনেছি পতিত-পবন
নাম শুনেছি পতিত-পবন
তাই তো দেই দোহাই
পাড়ে লয়ে যাও আমায়
পাড়ে লয়ে যাও আমায়
আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়
পাড়ে লয়ে যাও
পাড়ে লয়ে যাও
পাড়ে লয়ে যাও আমায়
Written by: Traditional
instagramSharePathic_arrow_out

Loading...