Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Kishore Kumar
Performer
Manna Dey
Performer
Rabindranath Tagore
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Composer
Lyrics
মায়াবনবিহারিণী হরিণী
গহনস্বপনসঞ্চারিণী
কেন তারে ধরিবারে করি পণ
অকারণ
মায়াবনবিহারিণী
মায়াবনবিহারিণী হরিণী
গহনস্বপনসঞ্চারিণী
কেন তারে ধরিবারে করি পণ
অকারণ
মায়াবনবিহারিণী
থাক্ থাক্, নিজ-মনে দূরেতে
আমি শুধু বাঁশরির সুরেতে
থাক্ থাক্, নিজ-মনে দূরেতে
আমি শুধু বাঁশরির সুরেতে
পরশ করিব ওর প্রাণমন
অকারণ
মায়াবনবিহারিণী
মায়াবনবিহারিণী হরিণী
গহনস্বপনসঞ্চারিণী
কেন তারে ধরিবারে করি পণ
অকারণ
মায়াবনবিহারিণী
চমকিবে ফাগুনের পবনে
পশিবে আকাশবাণী শ্রবণে
চমকিবে ফাগুনের পবনে
পশিবে আকাশবাণী শ্রবণে
চিত্ত আকুল হবে অনুখন
অকারণ
দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব
দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব
বাঁধনবিহীন সেই যে বাঁধন
অকারণ
মায়াবনবিহারিণী
মায়াবনবিহারিণী হরিণী
গহনস্বপনসঞ্চারিণী
কেন তারে ধরিবারে করি পণ
অকারণ
মায়াবনবিহারিণী
Written by: Rabindranath Tagore


