Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Dr. Sreekumar Chatterjee
Performer
COMPOSITION & LYRICS
Tapan Mahmud
Composer
Rabindranath Tagore
Songwriter
Lyrics
তোমার বাস কোথা-যে পথিক ওগো, দেশে কি বিদেশে
তোমার বাস কোথা-যে পথিক
তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো, তুমিই সর্বনেশে
তোমার বাস কোথা-যে পথিক
আমার বাস কোথা-যে জান নাকি
শুধাতে হয় সে কথা কি
ও মাধবী, ও মালতী
হয়তো জানি, হয়তো জানি, হয়তো জানি নে
মোদের বলে দেবে কে সে
তোমার বাস কোথা-যে পথিক
মনে করি, আমার তুমি, বুঝি নও আমার
বলো বলো, বলো পথিক, বলো তুমি কার
মনে করি, আমার তুমি, বুঝি নও আমার
বলো বলো, বলো পথিক, বলো তুমি কার
আমি তারি যে আমারে
যেমনি দেখে চিনতে পারে
ও মাধবী, ও মালতী
হয়তো চিনি, হয়তো চিনি, হয়তো চিনি নে
মোদের বলে দেবে কে সে
তোমার বাস কোথা-যে পথিক ওগো, দেশে কি বিদেশে
তোমার বাস কোথা-যে পথিক
Written by: Rabindranath Tagore, Tapan Mahmud


