Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Priyanbada Bandopadhyay
Priyanbada Bandopadhyay
Performer
Priyongboda Bandyopadhyay
Priyongboda Bandyopadhyay
Lead Vocals
Saptoswora
Saptoswora
Lead Vocals
Anurupa Sengupta
Anurupa Sengupta
Lead Vocals
Meghatithi Bandyopadhyay
Meghatithi Bandyopadhyay
Lead Vocals
Shreya Bandyopadhyay
Shreya Bandyopadhyay
Lead Vocals
Sucheta Pal
Sucheta Pal
Lead Vocals
Saumi Mitra
Saumi Mitra
Lead Vocals
Kriti Mitra
Kriti Mitra
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Songwriter
PRODUCTION & ENGINEERING
Bhavna Records & Cassettes
Bhavna Records & Cassettes
Producer
Gopa Roy
Gopa Roy
Producer

Lyrics

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা সবাই রাজা
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা সবাই রাজা
আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি
আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি
আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা সবাই রাজা
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা সবাই রাজা
রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান
মোদের খাটো করে রাখে নি কেউ কোনো অসত্যে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা সবাই রাজা
আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে
আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা সবাই রাজা
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা সবাই রাজা
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা সবাই রাজা
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...