album cover
Prayoshi
3
World
Prayoshi was released on November 1, 2020 by Biplob as a part of the album Prometheus 2
album cover
Release DateNovember 1, 2020
LabelBiplob
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM168

Credits

PERFORMING ARTISTS
Prometheus
Prometheus
Performer
Biplob
Biplob
Performer
COMPOSITION & LYRICS
Biplob
Biplob
Songwriter

Lyrics

হৃদয় ভেঙে তুমি সুখী হতে চাও
হাত বদলে জীবন গোছাও
ধরনীর বুকে তুমি স্বর্গ ছুঁয়ে
নরকের বিষ স্বাদ আমায় দিলে
হৃদয় ভেঙে তুমি সুখী হতে চাও
হাত বদলে জীবন গোছাও
ধরনীর বুকে তুমি স্বর্গ ছুঁয়ে
নরকের বিস্বাদ আমায় দিলে
ও প্রেয়সী তোমায় দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমায় দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
রেখেছি খুব যতনে
রেখেছি খুব যতনে
জীবন রচনার সুচনা ও শেষ
তোমার কথা গুলো
বিষাদের মাঝে আনাগোনা করে
নিষ্প্রান দেহে নিথর হৃদয়ে
জীবন রচনার সুচনা ও শেষ
তোমার কথা গুলো
বিষাদের মাঝে আনাগোনা করে
নিষ্প্রান দেহে নিথর হৃদয়ে
ও প্রেয়সী তোমায় দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমায় দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
রেখেছি খুব যতনে
রেখেছি খুব যতনে
এখন একা থাকা শুধু একা একা
দেওয়াল ঘড়িতে নির্বাক থাকা
সময় চাকাতে চলে নিরবতা
অনেক ব্যার্থতা
এখন একা থাকা শুধু একা একা
দেওয়াল ঘড়িতে নির্বাক থাকা
সময় চাকাতে চলে নিরবতা
অনেক ব্যার্থতা
ও প্রেয়সী তোমায় দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমায় দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
রেখেছি খুব যতনে
রেখেছি খুব যতনে
হৃদয় ভেঙে তুমি সুখী হতে চাও
হাত বদলে জীবন গোছাও
ধরনীর বুকে তুমি স্বর্গ ছুঁয়ে
নরকের বিস্বাদ আমায় দিলে
ও প্রেয়সী তোমায় দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমায় দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমায় দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমায় দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমায় দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
Written by: Biplob
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...