Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Kishore Kumar
Kishore Kumar
Lead Vocals
Uttam Kumar
Uttam Kumar
Actor
Mousumi Chatterjee
Mousumi Chatterjee
Actor
Sumitra Mukherjee
Sumitra Mukherjee
Actor
Ranjit Mullick
Ranjit Mullick
Actor
COMPOSITION & LYRICS
Bapi Lahiri
Bapi Lahiri
Composer
Bibhuti Mukherjee
Bibhuti Mukherjee
Songwriter

Lyrics

নারী চরিত্র বেজায় জটিল
কিছুই বুঝতে পারবে না
ওরা কোনো law মানে না
তাই ওদের নাম ললনা
বলছো কি? ঠিক বলছি
ওরা যুক্তি-তক্কের ধার ধারে না
Sentiment-এ চলে
ইচ্ছেমতো কাঁদতে পারে
হাসে ইচ্ছে হলে
ওদের মতি-গতি
ওদের মতি-গতি তুমি ভায়া
Predict করতে পারবে না
নারী চরিত্র বেজায় জটিল
কিছুই বুঝতে পারবে না
কিছুই বুঝতে পারবে না
তোমার ওপর যখন ওরা
ভীষণ রকম রাগ করেন
জানবে ভালবাসার লক্ষ্মণ
Dangerous! 440!
হাসলে ওরা ভয়ের কথা
কাঁদলে জেনো ঠিক আছে
হেসে হেসে বসলে পাশে
জানবে পকেট গেছেই গেছে
ওঁরা উল্টো করে
ওঁরা উল্টো করে সত্যি বলেন
সোজা কথা বলেন না
নারী চরিত্র বেজায় জটিল
কিছুই বুঝতে পারবে না
কিছুই বুঝতে পারবে না
What? Fact!
তবে যাকে ওরা ভালোবাসে
তাকে সবকিছু দেয় নিঃস্ব হয়ে
দুঃখে-কষ্টে তার পাশেতে
থাকতে পারে সকল সয়ে
কিন্তু, কিন্তু, কিন্তু
বেচাল যদি করো তুমি
সহজে যেন ছাড়বে না
ওরা সব কিছু সয়
সয় না কেবল ভালোবাসার ছলনা
নারী চরিত্র বেজায় জটিল
কিছুই বুঝতে পারবে না
ওরা সব কিছু সয়
সয় না কেবল ভালোবাসার ছলনা
ভালোবাসার ছলনা
ভালোবাসার ছলনা
তাহলে?
ওরা সব কিছু সয়
সয় না কেবল ভালোবাসার ছলনা
Written by: Bapi Lahiri, Bibhuti Mukherjee
instagramSharePathic_arrow_out

Loading...