Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
BH Akash
BH Akash
Performer
COMPOSITION & LYRICS
BH Akash
BH Akash
Songwriter
Sujon Shurid
Sujon Shurid
Composer

Lyrics

তোর মনের ভিতর কার ছবি আঁকা
তোর মনের ভেতর কার জন্য,
এত ভালোবাসা।
ওরে এতো ভালোবাসি তোরে
বুঝেও বুঝিস না,
ওরে তোর কারণে জীবনটা যে
আরতো চলে না।
তোর মনের ভিতর কার ছবি আঁকা
তোর মনের ভেতর কার জন্য,
এতো ভালোবাসা।
ভালোবাসা ভুলে গেলি করলি ছলনা
ওরে আমার কথা তোর কি,
মনে পড়ে না?
তোর মনের ভেতর কার ছবি আঁকা
তোর মনের ভেতর কার জন্য,
এতো ভালোবাসা।
তুই বন্ধু সুখে থাকিস খবর নিবো না
ওরে আমার মতোই থাকবো আমি
আপন ঠিকানা।
তোর মনের ভেতর কার ছবি আঁকা
তোর মনের ভেতর কার জন্য,
এতো ভালোবাসা।
ওরে এতো ভালোবাসি তোরে
বুঝেও বুঝিস না,
ওরে তোর কারণে জীবনটা যে
আরতো চলেনা।
তোর মনের ভেতর কার ছবি আকা
তোর মনের ভিতর কার জন্য,
এতো ভালোবাসা।
Written by: BH Akash, Sujon Shurid
instagramSharePathic_arrow_out

Loading...