Music Video

ধর্মের নামে খেলা - Tasrif Khan | Dhormer Naame Khela | Original Track | Tanbhir Siddiki
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Tasrif Khan
Tasrif Khan
Performer
COMPOSITION & LYRICS
Tasrif Khan
Tasrif Khan
Composer
Tanbhir Siddiki
Tanbhir Siddiki
Composer
PRODUCTION & ENGINEERING
Tanjeeb Khan
Tanjeeb Khan
Producer

Lyrics

সেবকের সেবা পেতে line-এ দাঁড়িয়ে যাই চোখে ভাসে সমাধান, আর কোনো বাধা নাই ভিড় ঠেলে যখন আমি room-এর ভেতর যাই সেবকের ইশারা, চা খাবো, টাকা চাই সেবকের আবদার, "আমাকে ডাকো Sir" সেবকের আবদার, "আমাকে ডাকো Sir খুশি যদি হই তবে এই নদী হবে পার" সেবকেরা ব্যস্ত বড়ো, বড়ো বড়ো কাজ খুশি করে তবেই তোমায় যেতে হবে আজ না, না, না, কাজ হবে না দৌড়াও যত mile File-এর নিচে হারিয়ে যাবে file হারিয়ে যাবে file আচানক কথা লাগে, সেবকের খাওয়া আগে আমার চাওয়া পাওয়া সেবকেরই হাতে চা-নাস্তার টাকা অফিস দেয়ার কথা তবে কেন আবদার আমার সাথে, হায়? সেবকেরই অফিসে তার যত চ্যালা থাকে সকলেই বড়ো boss, খুশি হওয়া চাই আমাদের কথাগুলো কী করে বলি বলো আমাদের মনে তো ভাই কোনো খুশি নাই সেবকের আবদার, "আমাকে ডাকো Sir" সেবকের আবদার, "আমাকে ডাকো Sir খুশি যদি হই তবে এই নদী হবে পার" সেবকেরা ব্যস্ত বড়ো, বড়ো বড়ো কাজ খুশি করে তবেই তোমায় যেতে হবে আজ না, না, না, কাজ হবে না দৌড়াও যত mile File-এর নিচে হারিয়ে যাবে file হারিয়ে যাবে file Garments-কর্মী, তাই মোটা করো গলা? রিক্সা চালানো ভুল? ভুল ফেরিওয়ালা? ভুল ছোটো ব্যবসায়ী? ভুল খেটে খাওয়া? ভুল নাই শুধু তোর ঘুস খেতে চাওয়া? ভুলে যাস সেইদিন তোর খেলা হলো শেষ গড়েছি রক্ত-ঘামে আমার সোনার দেশ সেবকের আবদার, "আমাকে ডাকো Sir" সেবকের আবদার, "আমাকে ডাকো Sir খুশি যদি হই তবে এই নদী হবে পার" সেবকেরা ব্যস্ত বড়ো, বড়ো বড়ো কাজ খুশি করে তবেই তোমায় যেতে হবে আজ না, না, না, কাজ হবে না দৌড়াও যত mile File-এর নিচে হারিয়ে যাবে file হারিয়ে যাবে file
Writer(s): Tasrif Khan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out