Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Sipra Basu
Performer
COMPOSITION & LYRICS
Soumya Bose
Composer
Chaitali Bose
Lyrics
Lyrics
গেলে যদি, মনে রেখো, ভালো থেকো
আমি আর ডাকবো না
গেলে যদি মনে রেখো, ভালো থেকো
আমি আর ডাকবো না
স্মৃতি যেদিন পড়বে মনে
স্মৃতি যেদিন পড়বে মনে
আমায় তুমি ভুলো না, ভুলো না, ভুলো না
গেলে যদি, মনে রেখো, ভালো থেকো
আমি আর ডাকবো না
চলতে গিয়ে বাধা পাবে, তবেই তো পথ সুগম হবে
চলতে গিয়ে বাধা পাবে, তবেই তো পথ সুগম হবে
মরীচিকা দেখে তুমি ভুলেও থেমে যেও না
স্মৃতি যেদিন পড়বে মনে
স্মৃতি যেদিন পড়বে মনে
আমায় তুমি ভুলো না, ভুলো না, ভুলো না
গেলে যদি, মনে রেখো, ভালো থেকো
আমি আর ডাকবো না
তোমার ফেরার আশায় আমি স্মৃতির ভীড়ে স্মৃতি ভ্রমি
তোমার ফেরার আশায় আমি স্মৃতির ভীড়ে স্মৃতি ভ্রমি
সন্ধ্যাতারা হয়ে থেকো, অমানিশায় ঢেকো না
স্মৃতি যেদিন পড়বে মনে
আমায় তুমি ভুলো না, ভুলো না, ভুলো না
গেলে যদি, মনে রেখো, ভালো থেকো
আমি আর ডাকবো না
Written by: Chaitali Bose, Soumya Bose