Music Video

Jibon Furiye Jabe
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Andrew Kishore
Andrew Kishore
Performer
Konok Chapa
Konok Chapa
Performer
Kanak Chapa
Kanak Chapa
Performer
COMPOSITION & LYRICS
Ahmed Imtiaz Bulbul
Ahmed Imtiaz Bulbul
Songwriter

Lyrics

জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে মোরা আরো আগে কেন আসিনি কেন আসিনি এই ভুবনে? জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে মোরা আরো আগে কেন আসিনি কেন আসিনি এই ভুবনে? পৃথিবীর বুকে নয়, তোমারই বুকে প্রিয়তম, দাও তুমি ঠাঁই শুধু বুকে ঠাঁই নয়, প্রাণটি করে হৃদয়ে রেখে দিতে চাই ভরেছো এই মন তুমি সুখেরই কোনো মহাপ্লাবনে জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে মোরা আরো আগে কেন আসিনি কেন আসিনি এই ভুবনে? জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে মোরা, আরও আগে কেন আসিনি কেন আসিনি এই ভুবনে হৃদয় আমার যেন একটা সাগর তুমি যেন সাগরের ঢেউ কী গভীর বন্ধন এই দু'জনার কোনোদিনও বুঝবে না কেউ তুমি যদি ভাঙো মন, ডুবে যাবে আঁখি দু'টি শ্রাবণে জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে মোরা আরো আগে কেন আসিনি কেন আসিনি এই ভুবনে? জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে মোরা আরো আগে কেন আসিনি কেন আসিনি এই ভুবনে?
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out