Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Debolina Nandy
Debolina Nandy
Performer
COMPOSITION & LYRICS
Jakiruddin Khan
Jakiruddin Khan
Composer
Supam Sarkar
Supam Sarkar
Songwriter

Lyrics

কেন আসে বৃষ্টি আজ কি মন খারাপের দিন? কেন ঘিরে আসে মেঘ জেনেও আজকে খুশির দিন? কেন আসে বৃষ্টি আজ কি মন খারাপের দিন? কেন ঘিরে আসে মেঘ জেনেও আজকে খুশির দিন? তোমার সামনে আমি আমার আয়নায় ঋন শোধেও সুদ হয়রানি কাঁচে আতসে দূরবীন কেন আসে বৃষ্টি আজ কি মন খারাপের দিন? পথিক আমার ছদ্মনাম ফেলছে দীর্ঘশ্বাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ তোমার কোল আমার হলে পরস্পরের ঘ্রাণ কপালের রেখা রুমালের ঘাম তাই আসে বৃষ্টি আজকে বয়স ভাঙার দিন আগুন আঁচে জলের ছিটে কাগজ পোড়ার দিন কেন আসে বৃষ্টি আজ কি মন খারাপের দিন? কেন ঘিরে আসে মেঘ জেনেও আজকে খুশির দিন? তোমার সামনে আমি আমার আয়নায় ঋন শোধেও সুদ হয়রানি কাঁচে আতসে দূরবীন কেন আসে বৃষ্টি আজ কি মন খারাপের দিন?
Writer(s): Jakiruddin Khan, Supam Sarkar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out