Lyrics

আমাদের আকাশে আবারো মৃত কোন মুখের ছায়াতে ভেসে উঠে কোন ঘৃণার সুর যা দেখি অস্পষ্ট ফিরে তাকাই সবাই বাঁধা পেরিয়ে আজ, সমাজ এই অন্ধকারের রুদ্ধপথে শেষ, বিদ্বেষ হোক আমদের এই আহবানে আজ, বিদায় হোক অসম সব বিধানের না, আর না শিকল এই সংবিধানে সংঘর্ষের সংস্পর্শেও জেগে একা সে এই অন্ধকার সমাচার এই সংবিধানেই ক্যান্সার সংঘর্ষের সংস্পর্শেও জেগে একা সে এই অন্ধকারের মৃত্যুকূপকে ভেঙে আজ জেগে উঠা শিহরণে একাকী বিবেকের রুগ্নতা মৃত দেয়ালে শুধু ঘৃণার দাগ ক্রমাগত মিছিলে দেখি শুন্যতা ক্ষীণ আঁধারে শুধুই মিথ্যাচার শিহরণে একাকী বিবেকের রুগ্নতা মৃত দেয়ালে শুধু ঘৃনার দাগ ক্রমাগত মিছিলে দেখি শুন্যতা ক্ষীণ আঁধারে সব বাঁধা পেরিয়ে আজ, সমাজ এই অন্ধকারের রুদ্ধপথে শেষ, বিদ্বেষ হোক আমাদের এই আহবানে আজ, বিদায় হোক অসম সব বিধানের না, আর না শিকল এই সংবিধানে সংঘর্ষের সংস্পর্শেও জেগে একা সে এই অন্ধকার সমাচার এই সংবিধানের ক্যান্সার সংঘর্ষের সংস্পর্শেও জেগে একা সে এই অন্ধকারের মৃত্যুকূপকে ভেঙে আজ জেগে ওঠা সংঘর্ষের সংস্পর্শেও জেগে একা সে এই অন্ধকার সমাচার এই সংবিধানের ক্যান্সার সংঘর্ষের সংস্পর্শেও জেগে একা সে এই অন্ধকারের মৃত্যুকূপকে ভেঙে আজ জেগে ওঠা সংঘর্ষের সংস্পর্শেও জেগে একা সে এই অন্ধকার সমাচার এই সংবিধানের ক্যান্সার সংঘর্ষের সংস্পর্শেও জেগে একা সে এই অন্ধকারের মৃত্যুকূপকে ভেঙে আজ জেগে ওঠা
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out