album cover
Ojotha
2,086
Pop
Ojotha was released on April 20, 2020 by AL Tamim Records as a part of the album Ojotha - Single
album cover
Release DateApril 20, 2020
LabelAL Tamim Records
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM61

Credits

COMPOSITION & LYRICS
AL Tamim
AL Tamim
Songwriter

Lyrics

সকালের প্রতি প্রহরে ঘুম ভেঙ্গে তোকে
রাত্রি যেন শেষ হয়না, তোকেই ভেবে
মেঘের ওপারে আমার স্বপ্ন রয়ে গেছে
তবুও আমি রঙ্গিন
তোরই মাঝে হো ওওও তোরি মাঝে
ভুলে থাকার অভিনয়ে
অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে
সে জানে কি খুঁজি তারে? কেন তবে দুরে?
জানি একদিন তোর চলে যাওয়া আমায় কাঁদাবেনা
তোর ভুলে যাওয়া আমায় আর ব্যাথা দিবেনা
আমায় না চিনে তুই যে করেছিলি ভুল
কাঁদবি সেদিন হারিয়ে সব, তুই একূল ওকূল
মন ভেঙ্গে আমার হাসির খেলা যেন তোর
একদিন তুইও কাঁদবি ঝরিয়ে অশ্রু অঝর
অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে
সে জানে কি খুঁজি তারে? কেন তবে দুরে?
রাতেরা প্রশ্নতে তুচ্ছ করে আমায় নিয়ে হাসে
নির্ঘুম তুই যার জন্যে! সে তো গভীর ঘুমে
জীবন্ত লাশ ছুঁয়ে যাক সাদা কোনো কাফনে
হারিয়ে গেলে আমি মুক্তি তুই এই দাফনে
অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে
সে জানে কি খুঁজি তারে? কেন তবে দুরে?
Written by: AL Tamim
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...