Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Samz Vai
Samz Vai
Performer
COMPOSITION & LYRICS
Samz Vai
Samz Vai
Songwriter
Ankur Mahamud
Ankur Mahamud
Composer

Lyrics

এই ক্লান্ত দুপুরে তোরে খুব মনে পড়ে
কেন জানি অযথাই চোখের পানি ঝরে
মিছে মায়ার এ ভুবনে হায় কেউ কারো নয়
দিন শেষে চলে যায় যে যার ঘরে
কী মায়া লাগাইলি মোরে
বাঁধলি কোন প্রেমের ডোরে
কেন তোরে ভুলিতে পারি না?
যতই চাই থাকতে ভুলে
ততই তোরে মনে পড়ে
তোরই স্মৃতি মোছা তো যায় না
তিলে তিলে যাচ্ছে পুড়ে হৃদয়
ওরে, দেখে না কেউ এসে
আমি জানি তার কি হবে এমন
এতটা ভালোবেসে
তিলে তিলে যাচ্ছে পুড়ে হৃদয়
ওরে, দেখে না কেউ এসে
আমি জানি তার কি হবে এমন
এতটা ভালোবেসে
ওরে, জানতাম যদি উড়ে যাবি
মনের শিকল ছিঁড়িয়া
আদর-সোহাগ দিয়া তোরে
রাখিতাম বান্ধিয়া
কী মায়া লাগাইলি মোরে
বাঁধলি কোন প্রেমের ডোরে
কেন তোরে ভুলিতে পারি না?
যতই চাই থাকতে ভুলে
ততই তোরে মনে পড়ে
তোরই স্মৃতি মোছা তো যায় না
কী মায়া লাগাইলি মোরে
বাঁধলি কোন প্রেমের ডোরে
কেন তোরে ভুলিতে পারি না?
যতই চাই থাকতে ভুলে
ততই তোরে মনে পড়ে
তোরই স্মৃতি মোছা তো যায় না
Written by: Ankur Mahamud, Samz Vai
instagramSharePathic_arrow_out

Loading...