Music Video

Gonje Fereshta - Boi Er Pata | Live at গীতিগল্প, পর্ব - ১ । Geetigolpo, Episode - 1
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

COMPOSITION & LYRICS
Syed Farhad
Syed Farhad
Songwriter

Lyrics

পাশ ফিরে শোয় ঘুম কেড়ে নেওয়া গল্প কথার বুননে বুদ হয়ে থাকা আঁখি রক্তের দাগ মোছেনিতো এখনও এসো হই পুরাণের সেই পাখি। একটি- দুটি তিনটি করে ফুলগুলো সব যাচ্ছে ঝরে ফলবতি গাছের বুকে বড্ড হাহাকার একটি-দুটি তিনটি করে ফুলগুলো সব যাচ্ছে ঝরে ফলবতি গাছের বুকে নীলচে হাহাকার। গত হয়ে যাওয়া বন্ধুর মুখ ফিরে ফিরে আসে কান্নার বেশে স্মৃতির পটে জমে থাকা ক্ষত পুরনো শোকের ফসিলেরা ওঠে জেগে। আমরা জেনেছি ইতিহাস আসে ফিরে ছকে বাঁধা যত প্রতিবাদ আহত ইতিহাস দেয় নিজস্ব পাতা খুলে স্লোগান স্লোগান শব্দেরা পরাজিত।
Writer(s): Syed Farhad Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out