album cover
Punorjonmo
7
Music
Punorjonmo was released on March 3, 2022 by Chondropith as a part of the album Punorjonmo - Single
album cover
Release DateMarch 3, 2022
LabelChondropith
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM61

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Chondropith
Chondropith
Performer
COMPOSITION & LYRICS
Rasel Ahmed
Rasel Ahmed
Composer
Kanai Nobokanto
Kanai Nobokanto
Lyrics

Lyrics

জন্ম মৃত্যুর আর্বতনে পুনর্জন্ম হবে
তোমার আবার দেখা পাবো কখন, কে জানে?
জন্ম মৃত্যুর আর্বতনে পুনর্জন্ম হবে
তোমার আবার দেখা পাবো কখন, কে জানে?
দূরে যাও, সরে যাও
রেখে যাও কিছু স্মৃতি তোমার আমার
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
সোজা-সাপ্টা একথা সত্য কথা বলি
তোমায় ভীষণ রকম ভালোবাসি
হাজার যুদ্ধ বয়ে গেছে মনে
তোমায় এই কথা বলব বলে
বলা হয়নি কথা কি ছিলো এই মনে
বলা হয়নি কথা কি ছিলো এই মনে
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
আছো তুমি যেখানে প্রতিশব্দ শব্দ দূষণ
বাজে সময় অবস দেয়ালেতে তোমারই গুনগুন
আজন্ম রাত বুকের মাঝে ধনি প্রতিধ্বনি
রাতের আকাশ তোমায় ছাড়া ভীষণ একাকি
আজও স্মৃতি গুলো ভীষণ রকম দামি
আজও সৃতি গুলো ভীষণ রকম দামি
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
Written by: Kanai Nobokanto, Rasel Ahmed
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...