Credits
COMPOSITION & LYRICS
Sajid Sarker
Songwriter
Lyrics
মন খারাপের দেশে
মন খারাপের দেশে
মেঘের ভেলায় যাই ভেসে ভেসে
বন পাখিদের সনে, মনের গোপন খামে
বন পাখিদের সনে, মনের গোপন খামে
একশো নালিশ দিলাম তোমার নামে
আমি কইবো না কথা, আর গাইবো নাকো গান
বন্ধু, তুমি এসে আমার ভাঙাও অভিমান
আমি কইবো না কথা, আর গাইবো নাকো গান
বন্ধু, তুমি এসে আমার ভাঙাও অভিমান
প্রথম দেখায় প্রেম হয়ে যায়
মনের কাছে মন হেরে যায়
প্রথম দেখায় প্রেম হয়ে যায়
মনের কাছে মন হেরে যায়
বুঝে না বুঝে, এই দু'চোখ বুজে
বুঝে না বুঝে, এই দু'চোখ বুজে
প্রেমের সুধা আমি করেছিলাম পান
তুমি দিয়েছিলে কথা
তুমি দিয়েছিলে কথা, রাখবে ভালোবাসার মান
বন্ধু, তোমার লাগি কাঁদে আমার পরান
আমি কইবো না কথা, আর গাইবো নাকো গান
বন্ধু, তুমি এসে আমার ভাঙাও অভিমান
আকাশের সব তারা হয়ে যায় দিশেহারা
আকাশের সব তারা হয়ে যায় দিশেহারা
তুমি নেই বলে পাশে
বন্ধু, তুমি একটুখানি কাছে আসো ভালোবেসে
তুমি দিয়েছিলে কথা
তুমি দিয়েছিলে কথা, রাখবে ভালোবাসার মান
বন্ধু, তোমার লাগি কাঁদে আমার পরান
আমি কইবো না কথা, আর গাইবো নাকো গান
বন্ধু, তুমি এসে আমার ভাঙাও অভিমান
বন্ধু, তুমি এসে আমার ভাঙাও অভিমান
বন্ধু, তুমি এসে আমার ভাঙাও অভিমান
একশো নালিশ দিলাম তোমার নামে
একশো নালিশ দিলাম তোমার নামে
আমি কইবো না কথা, আর গাইবো নাকো গান
একশো নালিশ দিলাম তোমার নামে
Written by: Sajid Sarker

