Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Mita Chatterjee
Performer
COMPOSITION & LYRICS
Debjit
Composer
Sree Barun
Lyrics
Lyrics
আমি তো পরী নই
আমি অপ্সরী নই
আমি যে কবিদের
কবিতার নারী নই
আমি তো পরী নই
আমি অপ্সরী নই
আমি যে কবিদের
কবিতার নারী নই
তবু কেন আমায় দেখে
হয় যে পাগল লোকে
জানি না কি তার কারণ
আমি তো পরী নই
আমি অপ্সরী নই
আমি যে কবিদের
কবিতার নারী নই
আমার চোখে নাকি সাগর আছে
কথার সুর বাঁশি বাজে
আমার চোখে নাকি সাগর আছে
কথার সুর বাঁশি বাজে
এলোচুলে মেঘলা আকাশ
চলার তালে ময়ূর নাচে
এলোচুলে মেঘলা আকাশ
চলার তালে ময়ূর নাচে
জানি না কি করি এখন
চায় যে সবাই এ মন
জানি না কি তার কারণ
আমি তো পরী নই
আমি অপ্সরী নই
আমি যে কবিদের
কবিতার নারী নই
এখন সবাই আসা যাওয়ার পথে
কথা বলে আমার সাথে
এখন সবাই আসা যাওয়ার পথে
কথা বলে আমার সাথে
কেউ দেয় ফুলের তোড়া
প্রেমের চিঠি দেয় যে হাতে
কেউ দেয় ফুলের তোড়া
প্রেমের চিঠি দেয় যে হাতে
এখন কি করি উপায়
কেন সব আমাকে চায়
জানি না কি তার কারণ
আমি তো পরী নই
আমি অপ্সরী নই
আমি যে কবিদের
কবিতার নারী নই
আমি তো পরি নই
আমি অপ্সরী নই
আমি যে কবিদের
কবিতার নারী নই
Written by: Debjit, Sree Barun