Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Shankha Banik Chowdhury
Performer
Anindita Kayal
Performer
COMPOSITION & LYRICS
Zahid Ahamed
Composer
Lyrics
তোমার ঘরে বাস করে কারা, ও মন, জানো না
তোমার ঘরে বাস করে কারা, ও মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা
তোমার ঘরে বাস করে কারা, ও মন, জানো না
তোমার ঘরে বাস করে কারা, ও মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা
একজনে ছবি আঁকে একমনে, ও মন
আরেক জনে বসে বসে রং মাখে
একজনে ছবি আঁকে রে
একজনে ছবি আঁকে একমনে, ও মন
আরেক জনে বসে বসে রং মাখে
আবার সেই ছবিখান নষ্ট করে কোনজনা, কোনজনা
সেই ছবিখান নষ্ট করে কোনজনা, কোনজনা
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা
রস খাইয়া হইয়া মাতাল
ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
রস খাইয়া হইয়া মাতাল রে
রস খাইয়া হইয়া মাতাল
ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
আবার লাগামখানা ধরে দেখো কোনজনা, কোনজনা
লাগামখানা ধরে দেখো কোনজনা, কোনজনা
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা
তোমার ঘরে বাস করে কারা, ও মন, জানো না
তোমার ঘরে বাস করে কারা, ও মন, জানো না
Written by: Zahid Ahmed