album cover
Dol Dol Duluni
1,071
Traditional Country
Dol Dol Duluni was released on April 11, 2022 by IPDC Amader Gaan as a part of the album Dol Dol Duluni - Single
album cover
Release DateApril 11, 2022
LabelIPDC Amader Gaan
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM100

Lyrics

দোল দোল দুলুনি
রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে
মান তুমি কোরো না (মান তুমি কোরো না)
দোল দোল দুলুনি
রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে
মান তুমি কোরো না
নোটন নোটন খোঁপাটি
তুলে এনে দোপাটি
রাঙা ফিতায় বেঁধে দেবো
মান তুমি কোরো না (মান তুমি কোরো না)
দোল দোল দুলুনি
রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে
মান তুমি কোরো না (মান তুমি কোরো না)
চেয়ে দেখো ডালিম ফুলে ঐ জমেছে মৌ (ঐ জমেছে মৌ)
বউ কথা কও ডাকছে, পাখি কয় না কথা বউ
চেয়ে দেখ ডালিম ফুলে ঐ জমেছে মৌ
বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ
ঝুমঝুমি মল পায়েতে
গয়না সোনার গায়েতে
আরো দেবো নাকের নোলক
মান তুমি কোরো না (মান তুমি কোরো না)
দোল দোল দুলুনি
রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে
মান তুমি কোরো না (মান তুমি কোরো না)
চাঁদের সাথে নিত্যরাতে তারায় কথা কয় (তারায় কথা কয়)
আপনজনা পর হইলে তাও কি প্রাণে সয়
চাঁদের সাথে নিত্যরাতে তারায় কথা কয়
আপনজনা পর হইলে তাও কি প্রাণে সয়
একটুখানি হাসো না
কাছে এসে বসো না
কিনে দেবো রেশমি চুড়ি
মান তুমি কোরো না (মান তুমি করো না)
দোল দোল দুলুনি
রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে
মান তুমি কোরো না (মান তুমি কোরো না)
নোটন নোটন খোঁপাটি
তুলে এনে দোপাটি
রাঙা ফিতায় বেঁধে দেবো
মান তুমি কোরো না (মান তুমি কোরো না)
দোল দোল দুলুনি
রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে
মান তুমি কোরো না (মান তুমি কোরো না)
মান তুমি কোরো না
Written by: Abdul Latif
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...