Credits

PERFORMING ARTISTS
Omar Masum
Omar Masum
Performer
Shahriar Ratul
Shahriar Ratul
Performer
Chayan Chakraborty
Chayan Chakraborty
Acoustic Guitar
Hiten Mukherjee
Hiten Mukherjee
Electric Guitar
COMPOSITION & LYRICS
Omar Masum
Omar Masum
Songwriter
Nabarun Bose
Nabarun Bose
Composer
PRODUCTION & ENGINEERING
Minul Islam Milon
Minul Islam Milon
Vocal Recording Engineer
Nillabjo Niyogi
Nillabjo Niyogi
Recording Engineer
Debojit Sengupta
Debojit Sengupta
Mastering Engineer

Lyrics

"মোমবাতি মোমবাতি তোমারও নেব সাথী
মোমবাতি মোমবাতি তোমারও নেব সাথী
রাংতার উপরে
চিনির পাহাড়ে।
মোমবাতি রাংতা রাত-ভোর জাগনা
আয় আয় কে খাবি? হিরিহিন মাংনা
মোমবাতি রাংতা রাত-ভোর জাগনা
আয় আয় আয় কে খাবি? হিরিহিন মাংনা।
কালা কালা রোডে চলে সাদা গাড়ি
আত্মার সাথে জান নিয়েছে আজ আড়ি
এ..কালা কালা রোডে চলে সাদা গাড়ি
গাড়িতে চড়িয়া যাব চিনির বাড়ি।
হে মোমবাতি মোমবাতি তুমি বিনা নাই গতি
মোমবাতি মোমবাতি শান্তি নাই এক রতি।
পপির ফুলে ফুলে পাপীরা সব ফলে
পপিতে চড়িয়া পাপী আফিম দেশে চলে
এ..পপির ফুলে ফুলে পাপীরা সব ফলে
পপিতে চড়িয়া পাপী...
আগে গেলে বাঘে খায়
পিছে গেলে নিরুপায়
জলে গেলে সোনা পায়
সোনা গেল ভাইস্যা
হিরু খা ঠাইস্যা।
এ..মোমের ওপর রাংতা
ছোট হোলো পোলতা
স্বপ্নে এল ববিতা
হটা ওর ছবিটা।
পিপীলিকা পিপীলিকা পাশে এসে বস
মজুদ করেছি চিনি একসাথে খাব।
পিপীলিকা পপি ফুলে হেসে ভেসে যাব
চিনি বেশে পপি দেশে রাজা ঠিক হব।
মেসি হব নেইমার দশ নিয়ে পিঠে
রেলগাড়ি চড়ে এলাম ওয়ার্ল্ডকাপ মাঠে।
পিপীলিকা খেলা শুধু মাঠে ক্যানো হবে?
মাঠটাই নিয়ে এলাম অফসাইড রোডে।
এহ হে নানান না, এহ হে নানান না
পিপীলিকা মেসি আজ ছেড়ে দিলো সাথ
সাদা-নীল পতাকাটা উড়তেই থাক
ভ্যান-ভ্যান ভ্যানতারা ভেলকি মাথার ওপর সাপ
সব পিছে ছুটছে মেসি নিলো কাপ।
মোমবাতি, পিপীলিকা শোনে না যে কথা
চলে যাক দেহ তবু থেকে যাক মাথা
মোমবাতি পাপীরেও সাথে নিও পাড়ে
পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।"
Written by: Nabarun Bose, Omar Masum
instagramSharePathic_arrow_out

Loading...