Lyrics

কুয়াশার গভীরে আরো দূরে যাও যদি তুমি নীরবে আরো নীরবে তোমায় খুঁজে যাবো আমি গহিনের অনলে যদি পরে এই পৃথিবী টা তবে থাক কিছু স্মৃতি বুকে নিয়ে শূন্যতা আছি আজো আমি সেই পথের ঠিকানায় তুমি যেখানে নীরবে কুহুকিনি কান্নায় আগুনে তীব্র নিঃশ্বাসে দ্রোহের বিপ্লব চলুক আবার নিস্তব্ধ অমানুষ ভেঙ্গে ভেঙ্গে চুরমার কে জানে কবে যে উড়িয়েছি হাওয়ায় মন টাকে দূর অজানায় কে জানে কবে যে উড়িয়েছি হাওয়ায় মন টাকে দূর অজানায় মুছে যাওয়া নিশাচর ঘুমহীন কিছু স্বপ্ন এলোমেলো দখিনা বাতাসেরা বেদনার নিলে আকাশ রাঙ্গালো মুছে যাওয়া নিশাচর ঘুমহীন কিছু স্বপ্ন এলোমেলো দখিনা বাতাসেরা বেদনার নিলে আকাশ রাঙ্গালো ছুটে চলি অবিরাম হাহাকারে বারেবার অবাধ্য এক বন্যতায় কে জানে কবে যে উড়িয়েছি হাওয়ায় মন টাকে দূর অজানায় কে জানে কবে যে উড়িয়েছি হাওয়ায় মন টাকে দূর অজানায় কুয়াশার গভীরে আরো দূরে যাও যদি তুমি নীরবে আরো নীরবে তোমায় খুঁজে যাবো আমি গহিনের অনলে যদি পরে এই পৃথিবী টা তবে থাক কিছু স্মৃতি বুকে নিয়ে শূন্যতা আছি আজো আমি সেই পথের ঠিকানায় তুমি যেখানে নীরবে কুহুকিনি কান্নায় আগুনে তীব্র নিঃশ্বাসে দ্রোহের বিপ্লব চলুক আবার নিস্তব্ধ অমানুষ ভেঙ্গে ভেঙ্গে চুরমার কে জানে কবে যে উড়িয়েছি হাওয়ায় মন টাকে দূর অজানায় কে জানে কবে যে উড়িয়েছি হাওয়ায় মন টাকে দূর অজানায়
Writer(s): Hasan Sajib Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out