Credits

PERFORMING ARTISTS
Tarishi Mukherjee
Tarishi Mukherjee
Performer
COMPOSITION & LYRICS
Tarishi Mukherjee
Tarishi Mukherjee
Composer
Prantik Das
Prantik Das
Songwriter

Lyrics

তুমি আসার আগে সুখ খুঁজতো অজুহাত
নীরবতায় কাঁদতো সারারাত
যেভাবে লড়েছি আমি লড়াই বিগত শতকে
যেভাবে হেরেছি আমি আবার আদিম আমাকে
সেভাবে মানেনি সময় প্রতিবার অহেতুক
যেভাবে দিয়েছে ব্যথা কেড়ে নিয়ে সব সুখ
এসব শেষে সব হারিয়ে আমি
যখন বইতে গেলাম জলে যুগান্তরের প্রাচীন রীতি ভেঙে
বঞ্চিত মন, আসলে তুমি চলে
তুমি আসার পরে দুঃখগুলো গেল বিলীন হয়ে
অধিকতর বিষিয়ে যাওয়া মনে
যেসব শীতে বর্বরতার চিহ্ন ছিলো গায়ে
তুমি বললে সেসব শীতে ঠিক পেরিয়ে যায়
শীতের শিশির খসলো তারা যেমন খসে
বাজলো জীবন যুদ্ধ শেষে
তুমি আমায় ভালোবেসে
Written by: Prantik Das, Tarishi Mukherjee
instagramSharePathic_arrow_out

Loading...