Credits
PERFORMING ARTISTS
Amrita Mukherjee
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Lyrics
বাদরবরখন নীরদগরজন
বিজুলী চমকন ঘোর
উপেখই কৈছে, আও তু কুঞ্জে
নিতি নিতি, মাধব মোর
ঘন ঘন চপলা চমকয় যব পহু
বজরপাত যব হোয়
তুহুক বাত তব সমরয়ি প্রিয়তম
ডর অতি লাগত মোয়
ডর অতি লাগত মোয়
ডর অতি লাগত মোয়
ঘনঘোর, ঘনঘোর আন্ধিয়া
ঘনঘোর, ঘনঘোর, ঘনঘোর আন্ধিয়া
শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে
শাঙনগগনে ঘোর ঘনঘটা
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী রে
শাঙনগগনে ঘোর ঘনঘটা
উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত, থরহর কম্পিত দেহ
ঘন ঘন রিম ঝিম, রিম ঝিম রিম ঝিম বরখত নীরদপুঞ্জ
শাল-পিয়ালে তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ
কহ রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহ বজায়ত
দারুণ বাঁশী কাহ বজায়ত সকরুণ রাধা নাম
মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে
উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পকমালে
গহন রয়নমে ন যাও, বালা, নওলকিশোরক পাশ
গরজে ঘন ঘন, বহু ডর পাওব
গরজে ঘন ঘন, বহু ডর পাওব, কহে ভানু তব দাস
শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে
শাঙনগগনে ঘোর ঘনঘটা
Written by: Dwijen Chowdhury, Rabindranath Tagore