Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Arkadeep Mishra
Performer
Ujjaini Mukherjee
Performer
Cizzy
Performer
COMPOSITION & LYRICS
Cizzy
Songwriter
Shamik Guha Roy
Songwriter
Zahid Ahmed
Songwriter
Lyrics
বঁধু রে, বঁধু রে, আমি তোর কোথা ভাবি
তোরে নিয়ে সঙ্গে আমি যাবো শ্বশুর বাড়ি
বঁধু রে, বঁধু রে, আমি তোর কোথা ভাবি
তোরে নিয়ে সঙ্গে আমি যাবো শ্বশুর বাড়ি
তোরই নেশাতে মজেছি ফাঁসিয়া
বাতাসে তারই খবর উড়ে উড়ে আসে
আমি তোরই নেশাতে মজেছি ফাঁসিয়া
বাতাসে তারই খবর উড়ে উড়ে আসে
একজনে ছবি আঁকে একমনে, ও মন
আরেকজনে বসে বসে রঙ মাখে, ও মন
একজনে ছবি আঁকে একমনে, ও মন
আরেকজনে বসে বসে রঙ মাখে
ও আবার সেই ছবিখান নষ্ট করে কোনজনা, কোনজনা?
সেই ছবিখান নষ্ট করে কোনজনা, কোনজনা?
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা
Cizzy, huh
তোর চোখের পাতায়, আমার সর্বনাশায়
আমার ঘরে বসত করবি ১২ মাস
তোকে তো দিতে চাই সবই, তাই পালটাচ্ছি hobby
এত পাল্টে গেছি, আর কত চাস?
কেউ আঁকে ছবি, কেউ মাখে রঙ
কেউ আবার কবি, কেউ করে ঢং
আমি তোর জন্য লিখেছিলাম একটা গান
কিন্তু তোর দ্বারায় পড়েছে জং
এ সত্য-বচন, তোকেই তো দিয়েছি মন
এখন আমার ঘরে অষ্টপ্রহর
তোর কথাই হয় সর্বক্ষণ
আমার মনের ঘরটা ফাঁকা
তোর হাতেই চাবি, গান শোনাতে পারি
আমার সঙ্গে যাবি?
তোকে চাই, এটাই তো একমাত্র দাবি
দিন-রাত নাই, আমি তোর কথাই ভাবি
বঁধু রে, বঁধু রে, আমি তোর কোথা ভাবি
তোরে নিয়ে সঙ্গে আমি যাবো শ্বশুর বাড়ি
বঁধু রে, বঁধু রে, আমি তোর কোথা ভাবি
তোরে নিয়ে সঙ্গে আমি যাবো শ্বশুর বাড়ি
একজনে সুর তোলে একতারে, ও মন
আরেকজনে মন্দিরাতে তাল তোলে, ও মন
একজনে সুর তোলে এক তারে, ও মন
আরেকজনে মন্দিরাতে তাল তোলে
ও আবার বেসুরা সুর ধরে দেখো কোনজনা, কোনজনা?
বেসুরা সুর ধরে দেখো কোনজনা, কোনজনা?
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা
Written by: Cizzy, Shamik Guha Roy, Zahid Ahmed