Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Debayan Banerjee
Debayan Banerjee
Performer
COMPOSITION & LYRICS
Pralay Sarkar, Jyoti Hazra
Pralay Sarkar, Jyoti Hazra
Composer
Pralay Sarkar
Pralay Sarkar
Composer
PRODUCTION & ENGINEERING
HoiChoi
HoiChoi
Producer

Lyrics

আমাকে নাও, আমাকে নাও
আগুনে নাও, ফাগুনে নাও
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও, দু'হাত ভরে নাও
প্রথম ভুল, প্রথম রাগ
আলগোছে গোপন দাগ
নাও, প্রথম ছোঁয়া নাও, নাও না
নাও, দু'চোখ ভরে নাও
তুমি তাকালেই হয়ে যাই বোকা
ভীতু প্যাডেলে ছুটেছে একরোখা
এই ঘুম ঘোর নাও
তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে
কিছু কথা আজও গান হয়ে বাজে
যদি ফের দেখা দাও
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও, উজাড় করে নাও
আমাকে নাও, আমাকে নাও
আগুনে নাও, ফাগুনে নাও
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও, দু'হাত ভরে নাও
প্রথম ভুল, প্রথম রাগ
আলগোছে গোপন দাগ
নাও, প্রথম ছোঁয়া নাও, নাও না
নাও, দু'চোখ ভরে নাও
Written by: Pralay Sarkar, Pralay Sarkar, Jyoti Hazra
instagramSharePathic_arrow_out

Loading...